Sunday 22 May 2016

গানের কবিতা, কবিতার গান

কিছুদিন ধরেই মাথায় গানের কবিতা ও কবিতার গান ভর করেছে । কবিতা এই সময় পত্রিকা র আগামী সংখ্যা এই বিষয়েই করবো ভেবেছি। কিছু গান কবিতার মত, আবার কিছু কবিতা লিরিক্যাল , শুধু সুর বসালেই সুরধনি উঠবে ।এই নিয়ে আলাপ আলোচনা চলতেই পারে। সাম বেদের যুগ থেকেই গানে গানে কবিতার চলন বা যাত্রা শুরু , বিদ্যাপতি বা কালিদাস কবিও মেঘদূতির পায়ে সুর ঝঙ্কার পড়িয়ে দিয়ে ছিলেন । কখন  দেবভাষা , কখনও মধুবনি ছন্দে নন্দিত হয়েছে কবিতার অন্তরমহল । এই খোঁজ আধুনিক জীবনমুখী বা ব্যান্ডের গানেও সমভাবে বন্দিত, প্রয়োগ কৌশল শুধু বদলে বদলে গেছে।